অসীম পথের যাত্রী আমরা
      পথে পথে কতো বাঁক!
মৌসুমী পাখি আসে আর যায়
      দল বেঁধে ঝাঁকে ঝাঁক।


তোমাকে ভেবেছি জীবনের সুখ
      এ বিশ্ব চরাচরে,
হাসি উল্লাসে আনন্দ দিবে
      বিষাদিত অন্তরে।


একটি শীতের ভালোবাসা দিয়ে
      বসন্তে গেলে চলে,
এখনো যে আমি পথে পথে ঘুরি
      ঐ নাম বলে বলে।


কখনো ডাকছি- ফিরে এসো তুমি
      পুরোনো প্রেমের মায়া,
বুকের ভেতরে রাখবো যতনে
      প্রেমাতুর নীল ছায়া।


কোথায় হারালে ভেসে গেলে কোথা
      ভেবে ভেবে হয়রান,
এখনো পরানে ছলকে ছলকে
      জাগিছে বিষাদ-গান।


২১/১১/২০১৬
মিরপুর, ঢাকা।