ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রোজ-এর স্মরণে।
------------------------------------------


বিপ্লবী! ঘুমাও; ঘুমাও পৃথিবী; ঘুমাও সাগর-নদী;
প্রবল উচ্ছ্বাসে কোন একদিন যদি
জেগে উঠে ফের পৃথিবীর বুকে সমাজতন্ত্রের গান;
আবার আসিও ভালোবাসা নিয়ে, প্রাণেতে মিলাতে প্রাণ।
চির জাগরূক, মানব-মুক্তির, ওগো, মহান বিপ্লবী!  
এখনও তুমি সমাজতন্ত্রের শাণিত-চেতন ছবি।
রাশা' ভেঙ্গে গেছে; এখনও কিছু জরাগ্রস্ত চিহ্ন আছে-
উত্তর কোরিয়া, ভেনিজুয়েলায় আর কিউবার কাছে।


ঘুমন্ত আগ্নেয়গিরি একদিন, জানি বিস্ফোরিত হবে,
জাগবে আবার শোষিতের দল নবতর উৎসবে;
মার্ক্স-এঙ্গেলস-লেনিনের সাথে আবার আসবে তুমি,
সমাজতন্ত্রের সৌরভে ভাসাতে আমাদের মর্ত্যভূমি।
পুঁজিতন্ত্রের গোর খননের শাণ দেয়া হাতিয়ার,
এখনও আছে মানুষের কাছে কাস্ত্রো-চে' গুয়েভার।
ঘুমাও, পুঁজিতন্ত্রের মোড়লের ত্রাস!
তোমার কবরে উদ্গম হবেই শুভ চেতনার ঘাস।
মানুষ প্রেমিক বিপ্লবীরা অপেক্ষায়;
তোমার প্রেরণা সাহস জাগাবে আগামীর চেতনায়।
কালের গহ্বরে বিপ্লবের মৃত্যু হয়;
এ কথা জানিও, হে মানুষ! কখন তা' বিপ্লবীর নয়।


২৬/১১/২০১৬
মিরপুর, ঢাকা।