আকাশের নীল ধুয়ে কবিতার সৃষ্টি হয় না আর,
আগুন মেয়ের বিরহের কণা করেছে কাব্যকার।
          আগুনে পোড়ালে ছাই অবশেষ,
          মানুষী পোড়ালে সব নিঃশেষ;
তবুও নিজেকে পোড়ায় মানুষ, খেলাটা চমৎকার!


২৮/১১/২০১৬
মতিঝিল যাত্রাপথে গাড়িতে