চোখের ভাষাতে ডেকেছো আমায় তুমি,
যাহা ছিলো জমা অবশিষ্টাংশের সুরে;
তোমার নামেই হইলাম নিরুদ্দেশ,
করপুটে তুলে রাখিও আমায় বুকে।
পুর্ণিমার চাঁদ সারারাত জেগে রয়,
অতন্দ্রিত জোনাকিরা ম্রিয়মান জাগে;
শিশিরের 'পরে তোমার অরূপ ছায়া,
স্বপনলীলার হয় না যে সমাপন।


হৃদয়দানের আনন্দময় ছোঁয়ায়
জলের স্বরের গীত গেয়ে যায় মন;
সপ্ততন্ত্রী মধুময় প্রেম সুরে,
প্রেমের রোমাঞ্চ ছড়ায় বিজন পথে।
সুখের নেশায় তোমার শরীরে খুঁজি
অলৌকিক অলকনন্দার তীর।


২২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।