তাঁহারে দেখেছি নিশুত রাতের কালে,
রূপালি চাঁদের জ্যোৎস্নায় ছিলো বসে;
মেঘনার জল ঝিকিমিকি বয়ে চলে,
সিক্ত হয়েছি অরূপ নেশার রসে।
ছন্দ খেলায় মিল খুঁজে যাই শুধু,
এলোমেলো এই মানব জীবনখানি;
আজলায় ভরে নীল জল চাই বঁধু,
আকাশে দেখি শুকতারার হাতছানি।


প্রজাপতি ওড়ে ফুলেদের সাথে সাথে,
কবিতার মতো রঙিন তাদের পাখা;
যাহারে দেখেছি ফাগুন বেলার রাতে,
শিশির-ফোঁটায় মুখখানি তার আঁকা।
জীবন কথার সুরবাহারের তান,
বাজেনি কখনো জলের স্বরের গান।


০১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।