আসর কবি অপরাজিতা মৌ-কে উৎসর্গিত।
-------------------------------------------------------------------
পান্থ প্রেমের এই গুরুভার,
তুমি ছাড়া বলো বইবে কে আর?
শ্রাবণ মেঘের অঝোর ধারায়
বসে আছি প্রিয় ভেজা আঙিনায়।
দ্বার খোল বঁধু, খোল গো তোমার মনেরই দ্বার,
নদীতে জোয়ার, বন্ধ হয়েছে খেয়া-পারাপার;
ভেঙ্গে গিয়েছে পূরবীর হাট,
চারিদিকে নিঃসীম অন্ধকার জনহীন মাঠ;
এই দুর্যোগে তুমি ছাড়া আর
কে-বা আছে বলো, প্রিয়তা আমার?
আকাশের নীল, শান্ত নদীর জল ঘেরা চর,
সব একাকার বাহির ও ঘর।
আত্মদানের এ শূন্যতাকে বলো বাঁধবে কে?
তুমি ছাড়া আর নেইকো বন্ধু আমার হৃদয়ে।
জীবনের মৌতাতে আজ বুঁদ হয়ে গেছে সব,
রমণী ও মরণেতে আর কোন পার্থক্য নাই;
চন্দ্র ও সমুদ্র একসঙ্গেই করে জন্মের উৎসব,
আমাদের মানব জন্ম একসাথে হলো তাই।

০২/১২/২০১৬
মিরপুর, ঢাকা।