শুনেন শুনেন ও ভাই (২) বলে যে যাই পুঁথিকাব্যের ছন্দে,
হাসি-খুশি থাকবেন সবাই সুখে ভালো-মন্দে;
করি এই বন্দনা (২) হয় মন্দ না আল্লাহর নবীর নাম,
তারপরেতে পিতা-মাতায় জানাই গো সালাম।
শোনেন পাঠক শ্রোতা (২) ভগ্নি-ভ্রাতা শোনেন দিয়া মন,
পুঁথিকাব্যে এই আসরকে করছি যে বর্ণন;
আছেন যতো কবি (২) বলছি সবই মন খোলাসা করে,
রস-সাধকের রসের কথা শুনুন ধৈর্য্য ধরে;
বলছি একে একে (২) গেলে বেঁকে করবেন না মন খারাপ,
আমার দেখা আসর নিয়ে করছি কাব্যালাপ;
কতক আছেন বন্ধু (২) কাব্যে শুধু হাজার কথা কয়ে,
পোস্ট করিয়া কবিতাখান থাকেন ঘরে শুয়ে;
ভাবেন মনে মনে (২) গুণে গুণে হাজারটা মন্তব্য,
তার কবিতায় করে যাবেন আসর-পাঠক যত;
তিনি দিনের শেষে (২) আবার এসে দিবেন ধন্যবাদ,
এই আশাতে অপেক্ষাতে কাটায় দিবস-রাত;
যদি কেউ না পড়ে (২) এই আসরে লিখেন আলোচনায়,
পোস্ট দিয়ে সে মনের গোপন ক্ষোভগুলি জানায়;
'কেউতো পড়ে না আর (২) কি করবো আর যাবো আসর ছেড়ে,'
ক্ষোভে-দুঃখে-লাজে-শোকে গুমড়ে গুমড়ে মরে;
এদিক নতুন কবি (২) আঁকে ছবি কাব‌্য লতিকায়,
এমন সুন্দর ওয়েবসাইট আর নাই তো যে কোথায়;
যারা লিখেন কাব্য (২) সভ্য ভব্য বলেন সর্ব লোকে,
সাধুবাদ জানায়ে তারা সালাম দেয় আসরকে;
বলেন এডমিনেকে (২) সালাম ঠুঁকে, 'প্রিয় কবি ভাই,
সুন্দর থেকে আরো সুন্দর করো আসরটাই;
আমরা আছি সাথে (২) দিনে রাতে তোমার সাথেই কবি,
জন্ম নিলে এই বাংলাতে হয়ে প্রেমের রবি;
তাইতো বাংলা ভাষায় (২) কাব্যে ভাসায় যত কবিকূল,
তুমি যে ভাই  সোনার বাংলার সুরভীত ফুল...


(চলবে ....)
হাটুরে কবিতা


০৫/১২/২০১৬
মিরপুর, ঢাকা।