আজকে যারা নতুন পড়ছেন, তারা মজা পেতে আগের দু'টি পড়তে পারেন।
--------------------------------------------------------------------
হায় রে অধুনাতা (২) মুণ্ডু-মাথা কিছুই বুঝলাম না,
ঘোলা চোখে চেয়ে থাকি  কিছুই যে দেখি না;
বলি অন্য কথা (২) আমি হেথা ওগো কবি ভাই,
ভুলভ্রান্তি ক্ষমা করবেন এটুকুনই চাই;
এবার পজিটিভ কই (২) বন্ধু ও সই শোনেন দিয়া মন,
মুখচোরা সব কবিগণের এই আসর আপন;
তারা প্রাণ খুলিয়া (২) মন খুলিয়া কাব্যে কথা কয়,
মনের কথা কাব্য হয়ে নদীর মতোন বয়;
যেটা বন্ধ ছিলো (২) অন্ধ ছিলো পেতো না পথ খুঁজে,
এখন তারা কাব্য করে চক্ষু কর্ণ বুঁজে;
এতো চরম খেলা (২) অবহেলা করা যায় না কবি
এখান থেকেই সৃষ্টি হবে নজরুল কিংবা রবি,
যেমন গোপন কবি (২) আঁকছে ছবি স্বগর্বে এ আসরে,
দু'একটি তার কাব্যগ্রন্থ বিকুচ্ছে বাজারে;
ছাপায় নিজের নামে (২) যৌথ নামে ছাপার অক্ষরে,
কবি নামের সুরভী নেয় নিজের বক্ষ ভরে;
এখন পথে-ঘাটে (২) শুধু রটে কবির সুবাস নাম,
জলসাতে কবির নামে পায় তিনি সালাম;
ধন্য ধন্য আসর (২) এই না বাসর থাকুক চিরকাল,
তেঁতুল আচার, নিমুক এবং সাথে লঙ্কার ঝাল
খেতে বড়ো মজা (২) মিষ্টি গজা আরো পানতোয়া,
টিকে থাকুক ওয়েবসাইট এই না জেনো যায় খোঁয়া;
এই না লক্ষ্যে আমরা (২) কাব্য-ছড়া লিখবো নিয়ম মতো,
সরকারী কোপে যেন আসর না হয় হত;
এবার শেষ করি (২) পায়ে ধরি বলি বন্ধুগণে,
গুণ ছাড়া এ হুমায়ূনকে রাখিও স্মরণে;
আমায় দোয়া করো (২) হস্ত ধরো রাখো সবার সাথে,
সবার সাথে থাকি যেনো আমি দিনে রাতে;
এবার ক্ষ্যান্ত দিলাম (২) না বাড়াইলাম ওগো বন্ধুজনা,
ভালোবাসা পেলাম তাইতো খুশিতে আটখানা;
এবার ক্ষ্যান্ত দিলাম।


হাটুরে কবিতা


০৮/১২/২০১৬
মিরপুর, ঢাকা।