(যারা আজকে নতুন পড়তে এসেছেন, তারা দয়া করে আগেরটি পড়বেন; নচেৎ মজা পাবেন না। ভালো থাকুন কবিবন্ধুগণ)
---------------------------------------------------------------
তাইতো বাংলা ভাষায় (২) কাব্যে ভাসায় যত কবিকূল,
'তুমি যে ভাই  সোনার বাংলার সুরভীত ফুল;
থাকো বিদেশেতে (২) তবু হৃদে মায়ের প্রতি টান,
তোমায় নিয়ে আমরা সবাই গাই যে কবিগান;'
শুনুন অন্য কথা (২) বুকে ব্যথা বলবো কিরে ভাই,
লোকে বলে কবির চেয়ে কাকও বেশি নাই;
এতো কবির দেশে (২) গুণে শেষে কবি পাওয়া ভার,
ছন্দকলা ছাড়া করে আসর চমৎকার;
চলছে ঝাঁক-ঝমকে (২) ঠাঁট ঠমকে নিত্য অভিসার,
একশ' একজন কবি গড়ে লিখেন কাব্য তার;
তারপর মন্তব্য দেন (২) কিবা পড়েন জানা যায় না কিছু,
কপি-পেস্টের মন্তব্য যে ছাড়ে না তার পিছু;
বলেন, 'মুগ্ধ হলাম (২) পড়ে কালাম শ্রেষ্ঠ এ কবিতা,
কবি তুমি মর্ত্যলোকে পূরবীর সবিতা;
তোমায় রক্তিম সালাম (২) দিয়ে গেলাম প্রকাশিয়া আমি
সুখে থাকো ভালো থাকো সারা দিবস যামী;'
তবে মর্মকথা (২) ঐ কবিতা পড়া হয়নি তার,
অপ্রাসঙ্গিক মন্তব্যে সে বলে, 'চমৎকার;'
যদি দুঃখের লেখা (২) হয় রে দেখা মন্তব্যতে বলে,
'এমন মজার কাহিনীতো পড়িনি ভূতলে;
আবার সুখের কাব্যে (২) কিবা ভাববে? 'আহা আহা আহা!
দুঃখে কষ্টে বুক ফেটে যায় কাব্য হলো, বাহা;'
এমন অসঙ্গতী (২) দেখি নিতি দুঃখে যে বুক ফাটে,
নারীর মতোন বুক ফাটে তো মুখে নাহি ফোটে;
ওদিক নামের বাহার (২) বলবো কি আর নাইকো কোন ঠিক,
কবির নামের উচ্চারণে মাথা হয় বেদিক;
কেউবা নামে পাগল (২) আবোল-তাবোল নাম নিয়ে আসরে,
কেউবা কাউয়া, কেউবা ব্যাঙ বলছে গর্ব ভরে;
পড়লে মাথা ঘুরে (২) চক্ষু উড়ে জিজ্ঞাসিলে কয়,
'প্রশ্নকর্তা মান্দাতারই আধুনিক সে নয়;'
হায় রে অধুনাতা (২) মুণ্ডু-মাথা কিছুই বুঝলাম না,
ঘোলা চোখে চেয়ে থাকি  কিছুই যে দেখি না ...


(চলবে ....)
হাটুরে কবিতা


০৭/১২/২০১৬
মিরপুর, ঢাকা