যাদের স্বর্ণালী কৈশোর কেটেছে বকুলতলায়,
অনিন্দ্য সৌভাগ্যবান; তারা শ্রেষ্ঠতম। পৃথিবীতে
এমন ভাগ্যের কপাল হয়নি কারো কোন কালে।
পুতিন কিংবা ট্রাম্প অথবা বৃটেনের প্রিন্সদ্বয়,
কাহারো নয়; হয়েছে আমার; আনন্দময় সুখ!
ভোরে ঘুম থেকে উঠে কুয়াশার হিমে, শিশিরের
জলে ভেজা দুর্বায় পা ফেলে হাঁটতে হাঁটতে চলে
যেতাম জুগনুদের উঠোনের বকুলতলায়।


কুড়ানো বকুল ফুল তাকে দিয়ে, সুখের অনুভব
নিয়ে; উল্টোপথে ছুটেছি বাড়ির পানে দ্রুত পায়।
খোঁপায় জড়ালে বকুলের মালা খুশবু ছড়াতো;
তৃষাতৃর প্রাণে চেয়ে থাকতাম বিমুগ্ধ নয়নে।
সুরভীত বকুল পাললিক হয়ে সৃষ্টি করেনি
আজও, দুঃখবিনাশী কোন ছায়াতুর মহীরুহ।


০৮/১২/২০১৬
মিরপুর, ঢাকা।