পড়তে গিয়ে 'আবোল-তাবোল'
মাথায় চালাই ছন্দ-শাবল।
মত্ত মাদল বাজিয়ে কারা,
কাঁদায় বাঁশি ঢোল-নাকাড়া?


কলম পিষে ছন্দ খুঁজি,
চক্ষু-কর্ণ সকল বুজি।
আসলো নাকো ছন্দধারা,
তাইতো কবীর ছন্নছাড়া।


ছেলেটি হয় আবোল তাবোল,
মেয়েটি আজ বদ্ধ পাগল।
কাকেরা সব ডাকছে কা-কা,
গাছের বেল যে সবই পাকা।


খোলা মাঠে 'ব্ল্যাক বেঙ্গল',
তিড়িং বিড়িং সব গণ্ডগোল।
ছন্দ ছেড়ে খুব যে লাফায়,
সুকুমার রায় আয় দ্রুত আয়।


কবির দলের নেতারা কেউ!
নাচছে তা-ধিন, ডাকছে যে ফেউ।
গড়ছে ছড়া ছন্দ ছাড়া
মরার 'পরে মারছে খাড়া!


০৯/১২/২০১৬
মিরপুর, ঢাকা।