প্রণয়-কুঞ্জ সাজায়েছো ফুলে ফাগুনের মধুরাতে,
বিলোল ধারায় চমকিয়া উঠে তোমার মুগ্ধ হাসি;
দু'হাতে জড়ায়ে নীলাভ জারুল, গোলাপ ছড়ায়ে পথে,
তোমার কুঞ্জে স্বর্গ-স্রোতের ভালোবাসা নিয়ে আসি।


হাজার বছর পথ হেঁটে যাই মায়াঝরা গোধুলিতে,
বন্ধুর পথ বাঁধাহীন নয়; অনন্তের আশায়
বেঁধেছি হৃদয়ে উদার আকাশ আনন্দময় চিতে
অপরাজিতার নীলের শরীরে, শুদ্ধ ভালোবাসায়।


তাড়িত কবির প্রকৃত আত্মা তোমা পানে ধাবমান,
এখন মোহিনী জালের ভেতরে ছটফট করা মীন;
বেদনাবিধুর মহাকাল এসে করে যাক অপমান,
তবুও পুড়বো যৌবনানলে, ভালোবেসে হবো লীন।


চাঁদের আগুনে পুড়ছে হৃদয়; পুড়ে যাক, হোক খাক,
শুকনো নদীর দু'তীরে সাজুক সাবেকী সবুজ ঘাস;
তোমার বক্ষ- নিষিদ্ধ ফল, আমার বক্ষে থাক,
প্রলয় ঘটুক সারা পৃথিবীতে আসুক সর্বনাশ!


কোকিলের সুর বেজে যাক আজ অনন্তহীন পথে,
আমরা দু'জন ভেসে যাবো শুধু মাতাল বায়ুর রথে।


১১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।