তখন আমার প্রথম শাড়ি রঙিন ভুবনখানি,
ভালোবাসার চাঁদনী রাতে দিয়েছো হাতছানি।
উতল পরাণ পাখি হলো, উড়ল আকাশ তলে,
নিদ্রাবিহীন রাত্রি-দিবস, স্বপ্নের পথে চলে।


তোমার আদর এলোমেলো করে দিতো চুল,
টুসটুসে গাল ছুয়ে দিতে যেন কদম ফুল।
একদিন এক অমাবস্যায় ঢেকে দিলে হাসি,
তারপরেতে বললে না আর, 'তোমায় ভালোবাসি।'


সারাদিনমান কেঁদে বেড়াই, কাঁদে পিতা-মাতা,
পাড়া পড়শী তীর্যকভাবে বলে মুখে যা-তা।
নষ্টা বলে বিচার করে গাঁয়ের মাতুব্বর,
ঘর ছাড়িয়া বন্ধ করি এই জীবনের ঝড়।


১২/১২/২০১৬
আমিন বাজার, ঢাকা।