মুখোশ পড়ে আসলিরে তুই
       ছিঁচকাঁদুনে ননদী,
প্রতারণার ফানুস জ্বেলে
       নিজেই নিজের বিবাদী।


জন্মের আগের খবর রাখিস
       চলতি খবর যাস ভুলে,
খড়্গ নিয়ে মাঠ কাঁপালি
       শব্দবাণের বাঁশ তুলে।


সবল-সতেজ পঙ্গু সেজে
       করুণ সুরে ভিখ্ মাগিস,
ধরা খেয়ে মারের ভয়ে
       আঁচল তুলে দৌড় যে দিস।


চোখে যে তোর হিংস্র-আগুন
       মনের ভেতর ধুতরা বিষ,
রঙিনী তুই সঙ্ সেজে আজ
       নিটোল গাঙে ঝড় তুলিস।


মিথ্যাতে তোর বসত-বাটী
       সত্য দেখেই ভীষণ ভয়,
রাগের ঘরে রগড় করিস
       পাড়াপড়শী সবাই কয়।


সময়-টানে হারিয়ে যাবি
       থাকতে সময় মানুষ হ',
ছল-চাতুরী সকল ভুলি'
       মিথ্যা ছেড়ে সত্য ক'।


কী পেলিরে বলরে এবার
       ফুঁ দিয়ে তুই ঝড়োয়াল?
মুখোশ পড়ে জোর ঘুরালি
       দু'ধারী তোর তরোয়াল।


যুদ্ধ মাঠে আর যাবো না
       সব ভুলে আজ ক্ষ্যান্ত দেই,
অন্ধকারে বসত যে তোর
       জীবন গেলো ভ্রান্তিতেই!


১২/১২/২০১৬
মিরপুর, ঢাকা।