(কেউ কেউ মনে করেন, 'জয় বাংলা' আওয়ামী লীগের শ্লোগান;
এটা ভুল ধারণা। 'জয় বাংলা' স্লোগান ছিলো
মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস।)
---------------------------------------------------------------------
জয় বাংলা! জয় বাংলা!! জয় বাংলা!!!
উত্তাল সমুদ্র মন্থনে উত্থিত একটি প্রত্যয়,
এটা কোন দলীয় শ্লোগান নয়;
বিজয়ের লক্ষ্যে বিজয়ীর গান,
রৌদ্র ঝলসিত প্রেমময় অফুরান;
বাঙালির আত্মদান।
যুদ্ধে যাবার আগে
জয়ের একটি প্রেরণার মন্ত্র লাগে;
যুদ্ধ জয়ের শেষে
প্রাপ্তির উল্লাসে মুখরিত করে আকাশ-বাতাস,
ধুয়ে মুছে ফেলে হারানোর দীর্ঘশ্বাস;
ভুলে যেতে চায় হৃদয়-ক্ষরিত জ্বালা;
সে-ই মন্ত্র- জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।


সাত মার্চ থেকে কালুরঘাট
অতঃপর, ষোল ডিসেম্বর পথ চলা
মোহিনী মন্ত্র সাধনা- জয় বাংলা।
প্রাণ-উৎসারিত প্রেরণা,
শুদ্ধতার, সুন্দরের অসীম মন্ত্রণা;
হেঁটে চলা নিরন্তর আলোকের পানে,
শুধু হেঁটে চলা জীবনের গানে,
পৃথিবী কাঁপানো অলৌকিক অমীয় বাণীর
ঝাঁঝালো শ্লোগান- জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।


ওরে, ও বাঙালি!
এবার দে তালি, নতুন স্বপ্নের দিন!
জয় বাংলা বলে করবো রঙিন।
অন্ধকার চুরমার করা জীবনের প্রত্যাশায়
আলোকের দিকে ভয়হীন প্রেমিকেরা হেঁটে যায়।
হেঁটে চলা, শুধু হেঁটে চলা,  
এ হেঁটে চলার অনন্ত প্রেরণা-
জয় বাংলা!
জয় বাংলা!!
জয় বাংলা!!!


১৬/১২/২০১৬
মিরপুর, ঢাকা