তুমি আমার প্রেম-শ্লোগান, ভুলবো নাকো ভুলবো না;
তোমার নামে কাব্য করা আমার যে আর হলো না।


তোমার নামে নীরব থাকি, নীরব নদীর জলও;
চোখের জলে ভাসবো আমি আর কতকাল বলো?


ব্যর্থ আমি, ব্যর্থ এ মন, বুঝেছি আজ আমি;
দিগ-দিগন্তে ছুটে বেড়াই সারা দিবস-যামী।


সাগর থেকে অনেক গভীর আমার ভালোবাসা;
তোমার নামের বালুচরে রোাপন করি আশা।


তুমি আমার প্রেম-রৌশনী, স্বর্গীয় গন্ধম;
তৃষিত এ বুকে তুমি শীতল ঝমঝম।


তুমি আমার ভোরের আলো, রঙিন বিকেল বেলা;
তোমায় নিয়ে সন্ধ্যা-সকাল খেলি হাজার খেলা।


একলা নদীর ধারে বসে যখন ছবি আঁকি;
তখন তুমি কাছে থেকো দিও নাকো ফাঁকি।


তুমি আমার পূর্ণিমা-চাঁদ, নীল আকাশের হাসি;
আমার কাব্যের নিটোল শব্দ, অনেক ভালোবাসি।


তুমি আমার রোদের আকাশ, তুমুল শাওন ধারা,
এতো ডাকি তবুও তুমি দাও না কেনো সাড়া?


ভুলবো না আর ভুলবো নাকো, আমার সুখের পাখি,
আদর দিয়ে, সোহাগ দিয়ে তাইতো বুকে রাখি।


মনের ঘরে একলা থাকো, একলা করো বাস;
তোমায় ছাড়া এই জীবনে নামবে সর্বনাশ।


তুমি আমার চোখের তারা, হৃদয় ছুঁয়ে যাও;
সকল ভুলে কাছে এসো, আমার মাথা খাও।


তুমি জীবন-স্বপ্ন-সাথী, রাতের স্বপ্ন নও;
প্রতিদিনই সাহস জোগাও, বাঁচার কথা কও।


বারে বারে তোমার তরে এই ধরাতে আসি;
কেউ জানে না, তোমায় আমি কতো ভালোবাসি।


প্রতিদিনই তোমার নামে তুলছি যে শ্লোগান,
তুমি আমার চেতন মনের বাউলা সুরের গান।


১১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।