ছুটছে সবাই যার যেদিকে ইচ্ছে জাগে মনে,
মাঠ-ময়দানে, হাট-বাজারে,
সত্যবিহীন মিথ্যা পথে লাল শালুকের বনে।
নিত্য নতুন নেতা এসে
কতো কথা হেসে হেসে
এই জনতায় বলে,
'আয়রে সবায় ভাই বেরাদর, আয়রে আমার দলে।
শান্তিটারে আনবো খুঁজে এই মানুষের ঘরে,
সমাজ থেকে দুঃখ-জ্বালা হটিয়ে চিরতরে।'
এই করে সে পণ,
দেশের তরে, দশের তরে বিলাবে জীবন!


রাজনীতির এই খেয়াঘাটে পাল তুলে দেয় পাড়ি,
নিজের জন্য হন্য হয়ে লক্ষ্যমুখে  
চলতে থাকে মাড়িয়ে সকল ঝঞ্ঝা-মহামারি।
যাক মরে যাক সব,
দেশ পুড়ে খাক, হোক না এবার আগুনের উৎসব।
শুধু নেতার স্বজন সুজন থাকে সুখের 'পরে,
ধনকুবের ঐ মুছার মতো শান-শওকতের ঘরে।


আজকে তারা বড়ো নেতা
মিটিং-মাঠে কতো কথা!
মুখে আসে যখন যা তা; হাজার ছলা-কলায়,
নতজানু হয়ে বলেন তারা পুনরায়-
'তোমরা নেতার ভাই,
নেতার মতো দরদী আর ত্রিভুবনে নাই।'


ভোটের সময় আছেন নেতা, ভোগের সময় নাই।
ভোট দিয়ে যাই নেতারে তাই, ভোট করি যে দান
আমরা দাতা, যুগে যুগে ভোটার যে মহান!


১৯/১২/২০১৬
মিরপুর, ঢাকা।