গগনচুম্বী বাসনার ঢেউ জেগে উঠে এই প্রাণে,
গভীর রাত্রি নীরবে দাঁড়ায় সুমধুর গানে গানে।
নারীর দগ্ধ হৃদয়ের তলে স্বপ্নেরা বাসা বাঁধে,
কৃষ্ণের তরে সারাটি জীবন বিরহিনী রাধা কাঁদে।
প্রেমময় অমৃতের লাগি' বাঁধি লোহার বাসর ঘর,
সুতানলী সাপে নীরবে দংশে আমার লখিন্দর।
বাসন্তী রাত একা কেটে যায় লাশের গন্ধ শুঁকে,
অনন্ত প্রেম ছলকে ছলকে জেগেছে আমার বুকে।


মায়াবতী হয়ে যাহার সঙ্গে বাঁধতে চেয়েছি জুঁটি,
সুযোগে সে জন বাঘেরই মতোন চেপে ধরেছে টুঁটি।
নিরহ হরিণী সারা দিনমান ছটফট করে মরি,
ভুল করে আমি বারবার ভুল মানুষের প্রেমে পড়ি।
ভালোবাসা শুধু ছলনার কথা, খলনায়কের ছল,
ভালোবাসা চেয়ে মিছে মিছি শুধু কেঁদেছি অনর্গল।


২০/১২/২০১৬
মিরপুর, ঢাকা।