{কবি শিমুল শুভ্র (উদ্যমী কবি)-এর ''কবিতা মঞ্জরী - কাব্য শতদল- কবিতাসমূহ'' তে মন্তব্য করতে গিয়ে লিখেই ফেললাম। 'পরশ্রীকাতরতা' কবি শিমুল শুভ্রকে উৎসর্গ করা হলো।)
----------------------------------------------------------------------
'উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে,'
যাও এগিয়ে, যাওরে সঠিক পথে।
উদ্যমী হে! তাকাবে না পিছু,
পাছে লোকে বলবে অনেক কিছু।


গোপন পথে এসে অনেক লোকে,
চতুরতায় তুলবে ভ্রান্তিটাকে।
বাংলা ভাষায় একটি শব্দ আছে-
'পরশ্রীকাতরতা' তার নাম।


ক্ষমতাহীন চালায় কূটচাল,
মর্ত্যলোকে চলছে চিরকাল।
শর্ত দিয়ে হয় না ভালোবাসা,
গতি হোক তার চরম ও উদ্দাম।


২১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।