পরিযায়ী পাখি দল             ছেড়ে আসে হিমাচল
            কনকন শীতদেশ হইতে;
আমাদের জলবায়ু             দিয়ে যায় তার আয়ু
            এই কথা পড়িয়াছি বইতে।


খালে-বিলে নদী-চরে           পরিযায়ী শীতে ওড়ে
               প্রকৃতির মনোরম দৃশ্য;
কোনো কথা কোনো কাজে        রাতে কিবা ভোর-সাঁঝে
              করবো না পাখিদের নিঃস্ব।


লোভী যারা ধরাতলে              পাখি ধরে কৌশলে
              প্রতিহত করে যাবো কর্মে;
পাখি ধরা কোনো কালে            ফাঁদ পেতে কিবা জালে
             এই কথা নাই কোনো ধর্মে।


সবে মিলে এসো ভাই              মানুষের গান গাই
              নিরাপদ পাখিদের জন্য;
এই দেশ এই মন               অাতিথিনী পরায়ণ
              নই মোরা অমানুষ বন্য।


২৪/১২/২০১৬
মিরপুর, ঢাকা।