তোমার হৃদয় আকাশের মেঘ
          উড়ে যায় বহুদূর।
এলোমেলো ভাসে আকাশে-বাতাসে
          মেঘের সমুদ্দুর॥


আমি যেন সাদা বুনো কাশফুল,
নদীর কূলেতে গেড়েছি গো মূল;
চলে যাও দূরে রহি অনিমেষে,
          হৃদি বেদনা-বিধুর॥


নদীতে উঠেছে ঢেউয়ের দোলা
          মাঝি যায় নাও বেয়ে,
দূরের আকাশ মেঘেতে ঢেকেছে
         ভয়ে ভয়ে থাকে চেয়ে।


তুমুল ঝড়ের বইছে বাতাস,
কাঁপছে ধরণী, কাঁপছে আকাশ;
ঝড়ের পরেই বাজবে তোমার
          মোহন বাঁশির সুর॥


২৫/১২/২০১৬
মিরপুর, ঢাকা।