রাজাকারের বাচ্চা কি তুই?
             বর্তমানের প্যাটি রাজাকার?
কথায় কথায় প্যাজগি লাগাস,
             প্রশ্নে স্বাধীনতার।
বাংলাদেশের স্বাধীনতা হু্ট করে কি এলো?
                           একাত্তরের কালে?
যদি বলিস, হ‌্যাঁ।
বলবো আমি, বড্ডো বোকা; কিছুই জানিস না।
স্বাধীনতার যুদ্ধ শুরু বিশ শতকের আটচল্লিশের সালে।
মাতৃভাষার প্রশ্নে চলে যুদ্ধ যুদ্ধ খেলা;
                তারপর, তেইশ বছর।
রাখলো বাজি জীবন-যৌবন একজন মুজিবুর।
তাঁর নামেতে তুই,
তেল্-বেগুনে জ্বলে উঠিস, ওরে কুলাঙ্গার!
বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম শুনিলে শরীর জ্বলে যার;
বাংলাদেশের সে-ইতো শত্রু, সে-ইতো রাজাকার;
                            এবং সে-ইতো রাজাকার।                                                                
মুজিব হত্যার পরে,
সুবিধাভোগী সন্ত্রাসীরা গোয়েবলসের স্বরে,
বলেছিলো কতো কথা এবং মিথ্যাচার।
                       তারাই রাজাকার;
এবং তারাই রাজাকার।


২৬/১২/২০১৬
মিরপুর, ঢাকা।