জননী আমার সবুজ শ্যামল  
          সোনার বাংলাদেশ।
অপরূপা রূপে সাজিয়াছো তুমি
          রূপের নেইকো শেষ॥


পাল তুলে মাঝি নাও বেয়ে যায়,
জারি-সারি আর ভাটিয়ালী গায়,
স্বপ্ন বোঝাই ভালোবাসা নিয়ে
          চলে যায় দূর দেশ॥


ধূসর ধুলায় ফুটিয়াছে ফুল,
          মুখরিত হয় গন্ধে;
পাখিদের কল-কাকলিতে মন
          ভরে উঠে যে আনন্দে।


তোমার রূপের অপরূপ ছবি,
হেরিয়া এ মন হয়ে যায় কবি,
জননী গো তুমি আমার হৃদয়ে
          সুখের স্বপ্নাবেশ॥


২৬/১২/২০১৬
মিরপুর, ঢাকা।