তুমি এখন দাঁড়িয়ে আছো মাটির 'পরে আয়েশ করে,
লাফিয়ে চলো ঘাস-ফড়িংয়ের চঞ্চলতায় এদিক-ওদিক,
ভুলেই যাচ্ছো এ জীবনের মোক্ষ কথা, নির্বাণতা;
একদিন এ মাটিগুলোই তোমার উপর থাকবে পড়ে;
ডাইনে মাটি, বাঁয়ে মাটি, উপর নিচে সবখানেতে
রইবে মাটি; মাটি এবং মাটি এবং মাটি...


কালের ঘড়ি মিশিয়ে দেবে মাটির সাথে যতন করে,
কিসের বড়াই চোখ ধাঁধানো জৌলসের সংসারেতে?
সকল কিছু ফেলে দিয়ে যেতে হবে ঐ প্রাসাদে,
অন্ধকারের বন্ধ ঘরে রুদ্ধ হয়ে রবে তুমি;
হিসাব-নিকাশ, দেনা-পাওনা, ভালোবাসা, কান্না-হাসি,
শীতের কালের ঝরা পাতার বর্ণ নিয়ে থাকবে পড়ে
তোমার মতো; অন্ধকারে অন্ধকারে অন্ধকারে...


২২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।