গোপনে গোপনে মনের গহীনে ছুঁড়েছি কতোই শব্দের ঢিল,
শব্দের ঘরে বাঁধি অক্ষরে এনে বাক্যের কতোই সমিল।
            কেউ বলে যায়, 'ওরে বোকা কবি!
            ছাই পাশ লেখো, হয় না যে ছবি;
অক্ষর যদি স্বাক্ষরে বোঝে, নিরক্ষররা বুঝবে না তিল।'


আজকে আমার জন্মের দিন বছরের শেষ ইংরেজী সন,
এটাই লিখেছে সার্টিফিকেটে রেজিস্ট্রেশন হয়েছে যখন।
            পৃথিবীর কাছে করি' কত ঋণ,
            উৎসব করি জন্মের দিন;
তোমরা সবাই করো গো আশিস ঋণ শোধ পরে হয় যে মরণ।


এতো আলো-বায়ু, খাবার-দাবার এতো এতো প্রেম,এতো ভালোবাসা!
মানুষের মনে করেছেন দান মহা-ঈশ্বর, খাদহীন খাসা।
            পেয়েছি কতোই আদর যতন,
            সদরে গোপনে মধুর ভাষণ;
আবার সময়ে কেড়ে নিবে সব একদিন মৃত্যু-সর্বনাশা।


৩১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।