সোনালী রাতের আলোকের ঝলকানি-
কিশোরী বন্ধু আমার! মনোরম ভালোবাসা;
মাতাল রাত্রিকে সুবাসে ভাসাও; কামিনীর গন্ধে
চারিদিকে চলে জোছনার আনাগোনা;
অভিসারী মন খোঁজে বুকের উষ্ণতা
শাল-তমালের ছাঁয়ায়; নিবিড় আলিঙ্গনে
স্বপ্ন সুধার নীল বারতায় কাব্যিকতা জেগেছিলো
আমার ধূসর মননের বিস্তৃত চাতালে,
তোমার কৌতুকী পরশের শব্দালঙ্কারের ঘায়ে।
অতঃপর, কবিতার পাল তোলা নাও
ভাসায়েছি নিস্তরঙ্গ অন্তহীন জলে।
হাতের উপরে হাত রেখে অনেকটা পথ
হেঁটেছি স্বপ্নের অভিজাত এভিন্যিউ ধরে।
ফ্রকের নিচের গ্রেনেডের চোরাগোপ্তা হামলায়
চৌচির করেছিলে হৃদয় আমার।
অহমিকার ষোলকলার ব্যর্থতার বিভীষিকা নিয়ে
আজো বাসনারা জাগে; অসীম স্পর্ধায় হেঁটে যায় তারা
সে-ই কিশোরী হৃদয়ের আঙিনায়।


০১/০১/২০১৭
আমিন বাজার,
সাভার, ঢাকা।