হাড় কাঁপানো শীত সকালে এক পেয়ালা রোদ তুমি,
লজ্জাবতীর চিরল পাতার ঘন শ্যামল রূপ-ভূমি।
তোমার তরে পাড়ি দিলেম অতল জলের সরোবর,
আকাশ থেকে বৃষ্টি নামাই নরম ঘাসের প্রাণের 'পর।


মৃন্ময়ী! আজ জাগো এবার ভেঙ্গেছে ঘুম ফড়িংদের,
ঘৃণা ছেড়ে হৃদয় নিয়ে উৎসবই হোক আজকে ফের।
আবর্তিত মর্তে তুমি পদ্ম ফুলের থির-পুকুর,
শীতের রাতে ছড়িয়ে দাও আগুন ঝরা লাল-দুপুর।


হৃদয় তোমার হোক না বড় স্তনের চেয়ে হাজার গুণ,
তীব্র শীতে দু'হাত দিয়ে জড়িয়ে ধরি সেই আগুন।
বন্য পুষ্প একাই ফোটে;  সুপ্রিয় হে, উনুন হও!
চমকে দিয়ে থমকে দাঁড়াও, আকাশ ভেঙ্গে কথা কও।


০২/০১/২০১৭
মিরপুর, ঢাকা।