দীর্ঘ আলোকমালায় তোমার শরীর
স্বর্ণশস্যে ভরা, বর্ণিল দীপাবলির
মতো বাংলা ভাষা; কাহ্নপদ, চণ্ডিদাস
থেকে হাজার বছর হেঁটে এসেছেন
কত শত কবি; প্রতিটি অক্ষর সৃষ্টি
করে নিরন্তর দ্রোহী-কবি নজরুল,
নদী-সরোবর রবীন্দ্রনাথ ঠাকুর,
অতঃপর, অধুনা কবীর হুমায়ূন।
শারদ কৌমুদী ঝরে বাংলার সাহিত্যে;
ক্রমান্বয়ে আলোকিত করে অন্ধকার।
সৃষ্টি করে স্বাতন্ত্রতা মননে মানসে;
আমাদের চেতনায় করেছে সঞ্চার-
মাতৃভাষা, বাংলাদেশ, জাতিত্বের গর্ব;
অরণ্যে সৃজন করে নন্দ্যিত সৌন্দর্য!


০৫/০১/২০১৭
মিরপুর,ঢাকা।