সেই চর্যাপদ থেকে যাত্রা শুরু তার,
ঝরনাধারার মতো; বাংলা বর্ণমালা।
একেকটি বই জ্বলে প্রদীপের মতো,
হাজার হাজার দীপ; কতো দ্যুতিময়!
জ্বলন্ত এ ভাষা- বাংলা; প্রাকৃতজনের,
জন্ম থেকেই বিদ্রোহী আগুনের মতো;
'উচ্চশ্রেণি'র সংস্কৃত পারেনি দমাতে,
ফারসির অত্যাচারে হয়নি সে স্তব্ধ।
সময় বড়ো হিংসুটে, মুছে দিয়ে যায়
কতো শত স্মৃতিসৌধ, নীরবে গোপনে;
প্রতিকূলতার মাঝে গৌরবে বিরাজে,
অমিত দেদীপ্যমান সাহিত্য-অঙ্গনে;
সৌন্দর্যের কারুকার্যে আলোকিত হয়ে
জ্বলজ্বল জ্বলে বাংলা ভাষা, বিশ্বময়।


০৭/০১/২০১৬
মিরপুর, ঢাকা।