বাঙালির রক্তে মিশিয়াছে কতো জাতি,
হয়েছে বিলীন শক, মোগল, পাঠান;
সবাই মিলেছে এসে সাঁওতাল, মুণ্ডা,
মালপাহাড়ি, ওঁরাও রক্তের ধারায়।
মর্ত্যে আমাদের পূর্বপুরুষের মূল
তাঁরা; বাদামী রঙের অতি সাধারণ।
বিজয়ীর ঝাণ্ডা নিয়ে এলো মুসলিম,
নীরবে এসে দাঁড়ায় বৌদ্ধ-হিন্দু-চাষা।
অমূল্য রত্ন বাংলাকে আদরে যতনে
গড়ে শাসকেরা; মহাপুরুষের দল।
ভাষার গোলাপ-কলি প্রস্ফুটিত হয়
পরিপূর্ণতার দিকে; জ্বলে দীপাবলি।
'সন্ধ্যাভাষা' মহিমায় হলো বিভাবরী
বাঙালির বাংলাদেশে; আহা, মরি! মরি!


০৭/০১/২০১৭
মিরপুর, ঢাকা।