সই, কান পেতে শোন্ বাশির সুর।
তোর নামেতে হিয়া কাঁদে, বেদনাতে হয়ে বিধুর॥


আঙুলেরই তালে তালে বাঁশির ধ্বনি নাচতে থাকে,
চাঁদের আলো চুঁইয়ে পড়ে এই ভুবনে বাঁশির ডাকে।
কামাতুরা চণ্ডালী তুই, ছেনালী তোর করলি না দূর॥


লোকে তোরে নষ্টা বলে, তুই যে আমার ধর্মের আচার;
পাইলে তোকে রাখবো বুকে, করবো নাতো বাছ ও বিচার।


যোগিনী তোর প্রেমজালের কুঞ্জবনে কাটাই রাতে,
সারা রাতভর বাউল নৃত্য, ঘরে ফিরি ভোর-প্রভাতে।
কবীর বলে, মজনু মনের বুকে বাজে বিচ্ছেদের সুর॥


০৯/০১/২০১৬
মিরপুর, ঢাকা।