কুচকুচে কালো
     টিকালো নাসিকা
          ভালোবাসা মাখা অন্তর,
উচাটন মন
     জগতে জগতি
          লভিতে তাহারে পণ কর।


কালো নিশি রাত
     মসী রূপে ঝরে
          জগতি রূপের ঝংকার,
কণ্ঠে সাহানা
     তোলে সে বাহানা
          নন্দিত স্বরে ওঙ্কার।


দুটি হাত ধরে
     বলে যাই তারে,
          'ভালোবাসা হলো মধুময়।'
লজ্জা ভুলিয়া
     নয়ন খুলিয়া
          অপলক শুধু চেয়ে রয়।


হাঁটু গেড়ে বসে
     বলিলাম তারে,
          'মরমীয়া তুমি স্বর্গীয়া!'
মুচকি হাসিয়া
     ঠোঁট বাঁকাইয়া
          অবিনীতা কয়, 'মর গিয়া!


অর্থ-বিহনে
     প্রেম নাহি চিনে,
          নারীর হৃদয় জেনো হায়,
অভাবের ঘরে
     জানালা বাহিয়া
          ভালোবাসা সব উড়ে যায়।'


হায়, ভালোবাসা!
     শুধুই নিরাশা
          এইটুকুনই আজ জানি,
অর্থই সব
     অনর্থের মূল
          স্বতঃসিদ্ধ, হার মানি।


১১/০১/২০১৬
মিরপুর, ঢাকা।