সমাপ্তহীন একটি কবিতা কতোই দুঃখে মরে,
তুমিই বুঝবে সেই কবিতার মর্ম-বেদনখানি;
কবিতার চোখে সরোবর-জল টলমল টল করে,
ঝরিছে নিয়ত ঝর্ণার মতো ঝরঝর করে জানি।
আমাদের এই মানুষ জীবন সে-ই কবিতার মতো-
দুঃখবোধের সরলতা নিয়ে ছুটেছে সাগর পানে;
দুর্গম পথ, বিস্তর মরু ঠেলে চলে অবিরত,
উদ্ভ্রান্তের মত ছুটি চলে বিষাদের সুর-গানে।


আর তো বাজে না হৃদয়-বাঁশিতে অবশিষ্টের সুর,
বর্ণিল রঙে হয়নিকো আঁকা জীবনের ক্যানভাস;
এখনো চলেছি ক্লান্ত চরণে দূর থেকে বহুদূর,
তোমার নামের তসবি গোণার ছাড়িনিকো অভ্যাস।
এখনো জ্বলছে বুকের ভেতরে দহনের অভিমান,
আধা-সমাপ্ত জীবনের খুনে ভেসে উঠো, অম্লান!


১৬/০১/২০১৬
মিরপুর, ঢাকা।