কোথায় রাখবেন আমারে প্রভু! মরণের পরে;
ইল্লিনে নাকি সিজ্জিনে?
জানে না এ মন; কাঁদিবে শুধুই
হাহাকারময় শেষ দিনে।
দারুল দুনিয়া পার হয়ে এসে, কাটাবো যখন বরযখে,
রাখিও দয়াল তখন আমারে তোমার দয়ার প্রেম-চোখে।
তোমার করুণা বিসারিয়া দিও, দারুল কারারে এ মিনতি,
ওগো রহমান,  অনন্তময় দয়ার সাগর বিশ্বপতি!
জান্নাত থেকে নামিয়া আদম
যাত্রাবিরতি করিয়া আবার তোমার কাছেই ফিরিয়া যাবে,
এখানে সেখানে তোমার নামের
মধুর বাণীর অযুত রাগের গীত সে গাবে।


মুত্তাকিনের ভয় নাই কোন, ঠিকানা তাহার জান্নাতে,
যেখানে গৃহ সাজানো তাহার হীরা-মণি-চুণি-পান্নাতে।
তোমার করুণা বরষিত হোক আমার উপর, হে অম্লান!
ভয় কি নরকে! চাই না স্বর্গ; চাই শুধু তোমা, হে মহীয়ান!


১৯/০১/২০১৭
মিরপুর, ঢাকা।