তোমার বুকে মাথা গুঁজে,
    দিবস-রাত্রি যাচ্ছি খুঁজে;
         খানিকটা প্রেম আদর-সোহাগ,
                      একটু ভালোবাসা।
সরল চিত্ত দিয়ে তোমায়,
     দুঃখ-ক্রান্তা হৃদয় যে চায়;
          তোমার প্রেমের বিশ্বস্ততা,
                 একটু সুখের আশা॥


যাহা ছিলো তোমায় দেবার,
     সাধ্য মতো সব ক্ষমতার;
          সকল দিলেম সমস্ত ধন
                 এবং আমার শরীর।
কেউবা বলে, কল্লোলিনী,
     কেউ বলে, হায়! কলঙ্কিনী;
         সব হারানো ভরসা এখন
                  কলসি এবং দড়ির॥


২৪/০১/২০১৭
মিরপুর, ঢাকা