আনন্দ আজ ছড়িয়ে দিলাম প্রাণে,
অরুণ আলোয়, পাখির গানে গানে;
আকাশ ভরা তারার দেশে দেশে,
ছড়িয়ে দিলাম গভীর ভালোবেসে।
আনন্দ যে রক্তধারায় মিশে,
দোলছে দে দোল পাইনিকো তার দিশে;
নদীর জলে ভালোবাসার ঢেউ,
তৃণদলে দেখলো না যে কেউ।
আনন্দ আজ জাগছে চোখে-মুখে,
ছড়িয়ে পড়ে প্রাণের মিলন সুখে;
আনন্দ আর সুখের পরশখানি,
রাখবো ধরে হৃদয় মাঝে জানি।
আনন্দতা ছড়াক আলোর মত,
অমল ভালোবাসায় অবিরত।


০৩/০২/২০১৭
মিরপুর, ঢাকা।