বইমেলায় যাবো, বই মেলায়।
পরাণের টানে জীবনের গানে
জেগে উঠে মন আলোর খেলায়;
বইমেলায় যাবো, বই মেলায়-
                     বইমেলায়।


তুমি যাবে সাথে? তবে, চলে এসো।
গহীনের কথা, যত ব্যাকুলতা
ছুঁড়ে ফেলে দূরে শুধু ভালোবেসো-
আনন্দ-আলোর বিলোলতায়,
                        বইমেলায়।


পিরিতির কথা! আজ দূরে থাক।
আবেগীত মন হয়ে উচাটন
ঝর্ণার মত শুধু বয়ে যাক;
হৃদি-স্পন্দনের সরলতায়-
                    বইমেলায়।


এখানে দুঃখ ম্লান হয়ে আসে।
সোহাগের রেণু বৃষ্টির ন্যায়
টুপটাপ ঝরে শ্যামলীমা ঘাসে,
প্রাণের বিপুল চঞ্চলতায়-
                    বইমেলায়।


১১/০২/২০১৭
মিরপুর, ঢাকা।