রাতের গহীনে জ্বলে তারা রাশি রাশি,
দুইজনে পাশাপাশি হাতে হাত ধরি'-
হেঁটে চলে দূর পথ। হায়, সর্বনাশী!
বাসনারা জেগে উঠে কামনায় ভরি'।
প্রেমিক করুণ হাত নারীর কপোলে-
বর্ণময় প্রজাপতি; এলোমেলো ওড়ে।
অনন্যার ভালো লাগা উঠে নাতো দোলে,
সুশোভিত অনুরাগে; মনঃ সরোবরে।


বজ্রসম মেঘ যেন ক্রোধে উছলায়;
তেমনই অকরুণ অনন্যার ছবি।
বলে, ' বাঘিনীর নোখ হাতের থাবায়;
অতএব, সাবধান! হয়ে যাও কবি।'
ভীতি এসে ভর করে মনের গহীনে;
জড়সড় হেঁটে চলে পথখানি চিনে।


১১/০২/২০১৭
মিরপুর, ঢাকা।