যাচ্ছো কোথায় একলা হেঁটে আগুন দিয়ে বনে?
সুখের পরশ চাই না তোমার রাতের সঙ্গোপনে।
আমার মনের তেজারতি তোমার কাছেই রাখি,
দুঃখে আমার সান্ত্বনা চাই; নাইবা হলে সাকী।
চিত্ত আমার নিত্য কাঁদে অনুরঞ্জন ছোঁয়ায়;
সুখের দালান গড়বো আমি পিরিতিরই খোয়ায়।
আকাশ থেকে মেঘকে এনে গড়বো নিটোল নদী;
প্রেম-দাবানল নেভানোতে জলকে ছিটাও যদি।
তেরছা পথে যাচ্ছো কোথায় একলা সুখের তরে?
সুখগুলো সব লুকিয়ে থাকে বিষাদী-অন্তরে!
তুমি আমার কাব্য-দেবী, তরসানো কবিতা;
স্বর্গ ছেড়ে মর্ত্যে এলে, হয়ে মনের মিতা।
টোল পড়া ওই গালে তুমি একটু হাসি দাও,
বিমল প্রেমের পুষ্প দিলাম, হাতে তুলে নাও।


১৫/০২/২০১৭
মিরপুর, ঢাকা।