বলতে পারছি না তোমায়- ভালোবাসি!
আজন্ম লালিত প্রেম! তোমাকেই ভালোবাসি।
তোমার জন্যে আমার এ মানুষিক জীবন,
তোমার জন্যে বেঁচে থাকার প্রবল ইচ্ছা জাগে,
তোমার জন্যে প্রাণ ভরে কাঁদি এবং হাসি,
তোমার জন্যে আবার পৃথিবীতে ফিরে আসতে চাই।


পৃথিবীর তাবৎ স্বৈরাচারীদের কাছে
কিছু নিষিদ্ধ শব্দ আছে;
বিছুটি পাতার মতো নিষিদ্ধ;
তেমনিভাবে এই স্বৈরাচারী সমাজ
নিষিদ্ধ করেছে- ভালোবাসা,
প্রেমীমন মানুষের ভালোবাসা।


তাই, বলা যায় না
একান্ত গোপনে স্পষ্ট অক্ষরে-
হে কাঙ্খিত প্রিয়তি!
ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি।


১৬/০২/২০১৭
মিরপুর, ঢাকা