এতো প্রেম আমি রাখবো কেমন করে?
বয়সের ফুল ঝড়ের আঘাতে ঝরে।
যৌবন-কাল দিন দিন যায় কমে,
তবু রস খুঁজি পৃথিবীর ঘোর ভ্রমে।
মন যদি দাও, দাও যদি ভালোবাসা,
জড়ো করি তাই জীবনের শত আশা।
দাও যদি প্রেম কাব্য-কথার মতো,
তোমাতে বিলীন হয়ে যাবো অবিরত।


আমি হবো প্রিয়, তোমার বাগানমালী,
নিশি শেষে দেবো পুষ্পের অঞ্জলি।
চাঁদের আলোয় ছড়াবো সকল কথা-
সঞ্চিত প্রেম, এ মনের ব্যাকুলতা।
কল্পলোকের, অনিন্দিতা হে, এসো!
স্বর্গ-প্রিয়তি পৃথিবীতে ভালোবেসো।


১৮/০২/২০১৭
মিরপুর, ঢাকা।