এক ফালি রোদ্দুরের ছোঁয়ায় উজ্জীবিত হলো
আলোছায়া ঘেরা এই অনভ্যস্ত জীবন-যাপন।
চারিদিকে নামে বকুল-বৃষ্টি,
খুশবুতে তার মৌতাত হলো পৃথিবী;
স্বপ্ন ও মাদকতার স্রোত বহে মননে-মানসে,
রোদ্দুর মাখা মাতঙ্গিনীর মহুয়া ফুলের রসে।
উল্কার মতোন প্রখর জ্যোতিতে
আলোকিত করো অন্ধকার অভ্র;
ভয়ে লজ্জায় আনত দৃষ্টিতে কাঁপি থরোথর।
মায়াময় বিষন্নতা- ভালোবাসা যার নাম,  
বেজে উঠে অবসরে সহজিয়া বাউলের গান।


কোন মানুষীরে দেখিনি সেথায়- কামনার, বাসনার!
দেখেছি অস্ফুষ্ট সবুজের ভেতরে
বিশ্বস্ত সবুজের অনন্য রোদ্দুরের মাতামাতি;
শুনেছি সবুজের গান- প্রাণকাড়া মরমীয়া;
শিউলির সুবাস ছড়িয়ে যায় অন্তর জুড়ে।
অনন্তকাল পালিয়েছে বনের গহীনে
যে হরিণের অতৃপ্ত আত্মা;
আজ তোমার কাছেই ধরা দিলো স্বেচ্ছায়।
তুমি যেন সেই রোদ্দুর-
বস্তিবাসি শিশুটির শীতকালের পরম ভালোবাসা।


২৪/০২/২০১৭
মিরপুর, ঢাকা।