তোরে লইয়া বাঁধব রে ঘর আমার বড়ো সখ,
তুই যে হইলি মেঘনা নদীর হালি চরের চক।
সেই না চকে লাগাইছি রে বোর ধানের চারা,
নিঃসঙ্গতায় কাটে দিবস-রাত্রি তোরে ছাড়া।
কি যাদু তুই করলি রে সই মিষ্টি কথা বলে,
চোখের ভেতর তোরই ছবি উঠে দুলে দুলে।
খাওয়া-পড়া ভাল্লাগেনা একলা একা থাকি,
বুকের ভেতর তোর ছবিটা আলতো তুলে রাখি।
তুই যে আমার মনোহারিণী, তোর তুলনা নাই,
তোরে ছাড়া এ জীবনে আর কিছু না চাই।
আয়রে আমার বুকেরই ধন, আয়রে আমার ঘরে,
তোর লাগিয়া আমার এ মন কেমন কেমন করে!
পাইলে তোরে বুকের মাঝে শান্ত হইতো ঢেউ,
আমার বুকের ব্যথাখানি দেখলো নারে কেউ!
আগুন জ্বলে তীব্রভাবে, চিত্ত পুড়ে খাক,
বুকের ভেতর ভালোবাসা, যাচ্ছে পুড়ে, যাক।
এই জীবনে হবে না আর তোর সাথে মোর দেখা,
এমন নিষ্ঠুর ভাগ্যলিখন ভালে ছিলো লেখা!
অনন্তকাল যাচ্ছে কেঁদে তোর লাগিয়া মন,
দিলি না যে প্রিয়তি তুই সুখের পরশন।


২৪/০২/২০১৭
মিরপুর, ঢাকা।