একলা ছিলাম এতোকাল আমি
ব্যথিত হৃদয়ে আহত পশুর মতো,
একা একা এক ঘরে;
নিজের খেয়ালে অন্ধকারের নিজেরই অন্তরে।
কেনো তুমি এলে, দুই ডানা মেলে
ধূসর আকাশে সহজাত প্রজাপতি?
মুখরিত করে দিয়েছো রাঙায়ে ঊষর ভুবনখানি।


এখন এখানে সতেজ পাতার কানাকানি হরদম,
রুক্ষ মরুতে উচ্ছ্বাস তোলে জলস্বরের গান,
ধমনীতে বাজে স্বপ্নের গীতধারা,
উথাল পাথাল সাগরের জল হয়েছে আত্মহারা;
পেখম মেলেছে নানান রঙের খেয়ালী পতঙ্গেরা।


বিরহের সব মুহূর্তগুলো কাটতে চাহেনা আর,
ক্রোধে দীর্ণ গুহায়িত রাত করে যায় হাহাকার।
বিনীত নয়নে তাকাও প্রিয়তি, খুশির জ্যোতির কণা!
দীপ জ্বেলে যাই দ্বিধা-সঙ্কোচে তোমার কুঞ্জবনে,
খুঁজিয়া পাই না সেথায়, অধীর মর্মের সীমানা।


০৩/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।