এ কোন খেলায় বাঁধলে তুমি আমায়?
ঘুমহারা এই রাত কেটে যায় একা;
ফেসবুকের ঐ ম্যাসেঞ্জারে তোমায়
এখন খুঁজে পাই না যে আর দেখা।


নীরব নিঝুম এমন গহীন রাতে
শেষ পথিকে চলে গেছে ঘরে;
জানি নাতো কোন অভিসম্পাতে
এসে আমার ঘুম নিয়ে যাও কেড়ে।


চোখের ভেতর ভীষণ রকম জ্বালা,
তোমার কথা শোনার তরে জাগি;
শব্দ-ফুলে গড়ি কাব‌্য মালা,
ম্যাসেঞ্জারে তোমায় এখন মাগি।


বন্ধু, তুমি আছো কি গো সুখে?
দুঃখভরা চিত্ত আমার কাঁদে;
এক সাগরের জল ভরে দুই চোখে,
রাত্রি জাগি নির্ঘুমতার ফাঁদে।


০৫/০০৩/২০১৭
মিরপুর, ঢাকা।