আমি যে এসেছি মহাকাল হতে মানুষের পৃথিবীতে,
          আনন্দ নিতে জীবনের সঙ্গীতে।
জগতের কত প্রেম বিলোলতা রেখেছি ধরিয়া চিতে,
জীবনের সাথে সুন্দর মন বরণ করিয়া নিতে,
          শত জনমের হৃদয়ের প্রিয়তিকে।


সুখ পরশের আনন্দালোক চারিদিকে জাগে আজ,
          ঝেড়ে ফেলে দিয়ে মরমের সব লাজ।
নিশুত রাতের নিখিলের সুখে দূরে রাখি সব কাজ,
অনাদিকালের ভালোবাসা মেখে নিয়েছি নূতন সাজ।
          আমার প্রিয়তি রয়েছে হৃদয়-মাঝ।


মরমের মাঝে অরূপ মূরতি অপরূপ সুধা-ধারা,
          ঝর্ণার মত ছুটছে বাঁধনহারা।
প্রেমহীন মনে এই ধরণীতে ছিলাম ছন্নছাড়া,
পরশ দানি' সে হৃদয় আমার করেছে আকুল পারা।
          প্রিয়তি আমার তীব্র স্রোতের ধারা।


০৪/০৩/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।