ঐশ্বর্যময়ী নন্দ্যিত মেয়ে- ঐশ্বর্যশালিনী!
তোমার দুয়ারে বিনীত প্রাণের অতৃপ্ত যুবকেরা
যাঞ্চা করে মহৎ প্রেমের সুবর্ণিল কারুকাজ-
একশ আটটি নীলপদ্মের
অশঙ্কিতের অমরত্বের প্রত্যাশা।
ভালোবাসার নির্মল উপলব্ধি
ক্ষুদ্র প্রেমের কুটিরে আবদ্ধ করা যায় না-
জোয়ারের জল যায় নাকো বাঁধা বালুকার বাধে।


পুরুষের প্রাণ বিশাল আকাশ
বর্ণিল আলোয় বিশ্বসিত উদারতা;
নারীর হৃদয় নীল সাগরের অতলের জল।
দূরদেশে মেশে- দিগবলয়ের পাড়ে,
তারা স্বপ্ন সৃষ্টি করে সুখ-মিলনের,
আনন্দের রঙিন জীবন-  অতুল নির্মাণ!


বিরহ বৈষ্ণব প্রাণ!
মহিমান্বিত সম্প্রীতির মহতী সুরের গান।
অক্ষয় চেতনের মানুষেরা কামনা করে
তেজঃদীপ্ত মানুষীর অপরূপ- ভালোবাসা।
মনে রেখো উত্তাল মননে,
হে ঐশ্বর্যশালিনী!


১৩/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।