তোমার পুতুল ছিলাম আমি-
কাঠের পুতুল, মাটির পুতুল, ননীর পুতুল।
কত নামে ডেকেছো সকালে-বিকালে;
জলজ নিলামে বিকিয়ে দিয়েছো তারে।
সবুজ ভূমিতে যত ঘাসফুল ছিল,
সে সব ঘাসেতে সবুজাভ প্রাণ ছিল,
ছিল নানান রঙের প্রজাপতিদের ওড়াওড়ি,
বিকেলের নিস্তেজ আলোর অপরূপ কারুকাজ,
শোভাবর্ধক মায়াবতী-রূপকথা যেন।
তারা আজ কোথায় হারালো? কতদূর?


প্রেমের নদীতে ভাসিয়েছিলাম গল্পের নাও,
চন্দ্রগাথার অন্তহীন কথার গল্প;
মমতার বুকে সাঁতার কাটতো।
ডুবতে ডুবতে সে পুতুল
রোদ্দুরের আলোছায়ায় স্বপ্ন বুনতো,
আকাশের মতো বিশাল সেই সব স্বপ্ন,
রক্তের মতো লাল স্বপ্নের ক্যানভাস;
বনানীর মতো সবুজ স্বপ্নের রঙ।


এখনো স্বপ্ন বোনে দগ্ধিত মন,
গোপনে গোপনে ধূলো রঙা গোধূলি-ছায়ায়,
শরীরের আঙিনায়;
অতন্দ্রিতার জ্যোৎস্না-মাখা প্রেম।



১৫/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।