প্রেম-বঞ্চিত জীবন রুক্ষ মরুভূমি!
ঝঞ্ঝাময় ধুলিঝড়ে আনে অন্ধকার;
বেশুমার হাহাকার। বহে না মৌসুমী-
বৃষ্টিবহ ঠান্ডা বায়ু ধ্রুপদী বর্ষার।
যুগে যুগে সৃষ্টি হয় প্রেমের কাহিনী,
বিরহের নান্দনিক সৌরভ ছড়িয়ে।
মোহন প্রাণের সাথে মিশিলে মোহিনী,
দুঃখবহ সুধাধারা পড়ে যে গড়িয়ে।


লাইলি-মজনু, শিরি-ফরহাদ আর
ইউরিডিস-অর্ফিয়ূস অনন্ত বিরহ;
না পাওয়ার বেদনে বাজে দুঃখের ঝংকার!
তবুও বলি, অমর! যদিও দুঃসহ।
প্রেমের আস্বাদ পেলে মৃতপ্রায় প্রাণ,
প্রবল প্রতাপে গাহে জীবনের গান।


০৩/১২/২০২২
মিরপুর ঢাকা।