প্রতিটি সার্থক প্রেমের কবিতা দুঃখের নির্ঝর;
ব্যর্থতার সমুদ্রের জলে মিশে যায়
বাসনা নদীর ঊর্মির আলোকচ্ছটা।
ভালোবাসি বলে কাগজে-কলমে তুলে আনি
প্রেমের কবিতা; দুঃখ-বিলাসী রাতের চাঁদ,
এই জীবনের বিরহ বেদনা, অশ্রুর জিন্দেগী।
নোনা সামুদ্রিক বালুকা বেলায়
রাতের আঁধার কেটে কেটে,
ফোটে নাকো আর জ্যোৎস্নার ফুল;
যৌবন ভ্রমর গুঞ্জরিত হয় না কখনো শিহরিত প্রাণে।
দূরবর্তী ফ্যাকাশে আকাশ ধূসর জীবনের ছায়াচিত্র;
ম্লান চোখে চেয়ে থাকি, দীর্ঘ হয় দিবস-রজনী।
ভালো ভাষায় শুধুই ভালোবাসার আলাপ চলে
মানুষের মাঝে; ঘোলাটে কাচের চোখের ভেতরে
পৌষের হিমেল রাতের কুয়াশা-বাঁধানো শীতের তীব্রতা।
তবুও, তোমার নামে লিখে যাই প্রেমের কবিতা!
ভুলে হতাশার, বিরহের বিপুল আশিস,
তুমুল বর্ষণে ভেসে যাওয়া আমার ফসলের মাঠ,
পোকায় আক্রান্ত কৃষাকের সোনালী ধানের শীষ।


১৭/১২/২০১৭
মিরপুর, ঢাকা।